নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সূবর্ণচর উপজেলার মোহাম্ম্দপুর ইউনিয়নের চর মুজাখালী গ্রামে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে এ ধর্ষনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ওই উপজেলার মোহাম্মমদপুর ইউনিয়নের নুর উদ্দিন (৪০) ,দেলোয়ার মাষ্টার (৫০) ও নুরুল হুদা (৩৮)।
ভিকটিম জানায়, শনিবার গভীর রাতে মোহাম্মমদপুর ইউনিয়নের নুর উদ্দিন,দেলোয়ার মাষ্টার ও নুরুলহুদা ওই বিধবা গৃহবধূর ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে। পরে রোববার আহত অবস্থায় ভিকটিমের পরিবার তাকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, রোববার ধর্ষনের ঘটনায় এক নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তির পর তার প্রাথমিক শারিরীক পরীক্ষা করানো হয়েছে। তিনি আরো বলেন, মেডিকেল পরীক্ষার রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা ধর্ষন কিনা।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, বিধবা গৃহবধু ধর্ষনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
Leave a Reply