নবীন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে একলাশপুরে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার বুধবার গভীর রাতে এ ঘটনায় সোহাগ ও নুর হোসেন নামে আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন তিনি জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হই। এবং এই ঘটনায় অন্য আসামিদের কেউ আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
আটককৃতরা হলেন, এখলাশপুর ইউনিয়ের পোড়া মুনসি ছেলে মো সোহাগ, অন্যজন হলেন সালেমানের ছেলে নুুুর হোসেন , তাদেরকে গভীর রাতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ আটক করেন। এ ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথক পৃথকভাবে তাদের রিমান্ড মন্জুর করে।
উল্লেখ্য, রবিবার রাত ১ টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে পৃথক ২ টি মামলা দায়ের করে।
Leave a Reply