নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী থেকে নবীন:: স্থানীয় পর্যায়ে বিরোধ মিমাংসায় গ্রাম আদালতকে সক্রিয়করণের লক্ষ্যে নোয়াখালী পল্লী উন্নয়ন ভবন প্রশিক্ষণ কক্ষে চার দিনব্যাপী গ্রাম এক কর্মশালা শুরু হয়েছে। ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্মশালাটি আয়োজন করে। এতে নোয়াখালী, চাঁদপুর ও চট্টগ্রাম সহ তিন জেলার ১৯ জন নতুন নিয়োগকৃত ইউনিয়ন পরিষদ সচিব অংশগ্রহণ করেন।

কর্মশালা উদ্বোধন করেন, জেলা প্রশাসক তন্ময় দাস। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে ও ইউএনডিপির গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-২ ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর এএইচএম আকরাম হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউএনডিপির গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-২ প্রশিক্ষক রিতা দাস, ইউএনডিপির গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-২ এর জেলা সমন্বয়কারী মোহাম্মদ আজগর আলী আরজু, বেগমগঞ্জ উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় স্থানীয় পর্যায়ে বিরোধ মিমাংশায় গ্রাম আদালতকে আরো সক্রিয়ক করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা