বসন্ত বরন ও পিঠা উৎসবে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম।
পিঠা উৎসবে প্রায় ৫০০ রকম ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা নিয়ে অংশগ্রহন করে। এর মধ্যে গোলাপ ফুল পিঠা, ডিমের পিঠা, তালের বড়া পিঠা, পান তুয়া পিঠা, নকশি পিঠা, নারিকেল কুচি পিঠা, ঝাল পিঠা, ডান পিঠা,দুধের সুজি পিঠা,সুজি পিঠা, ডালের পিঠা,পুলি পিঠা, পানতুয়া পিঠা, ডিমের পিঠা অন্যতম।
Leave a Reply