নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে মাটিবাহী টাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে চালক আবু জাহের (২৫) নিহত হয়েছে। বুধবার সকালে ছাতারপাইয়া-চিলাদী সড়কের মুন্সী বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত আবু জাহের ছাতারপাইয়া এলাকার শালি সর্দার বাড়ীর রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাটি বর্তি টাক্টর নিয়ে স্থানীয় মায়ের দোয়া ইটভাটায় যাচ্ছিল জাহের। পথে মুন্সী বাড়ীর সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে তার টাক্টরটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে টাক্টরে থাকা মাটির নিছে চাপা পড়ে জাহের। পরে খবর পেয়ে ইটভাটার শ্রমিক ও স্থানীয় লোকজন এসে মাটির নিছ থেকে জাহেরের লাশ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply