নবীন, নোয়াখালী প্রতিনিধি– নোয়াখালীর বেগমগঞ্জ ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর এক যুবক গুরুত্বর আহত হয়।
রাত ৯ টার দিকে চৌমুহনী থেকে মোটরসাইকেলটি ফেনী-নোয়াখালী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আসলাম হুসেইন (২৬) বেগমগঞ্জের কুতুবপুর এলাকার মো.নুরুল হকের ছেলে। আহত মো.বেলাল হোসেন বেগমগঞ্জের রাজাপুর এলাকার বাসিন্দা। তাকে আশংকা জনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্চ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনুনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply