নোয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক পরিবহন শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার ৫নং ওয়ার্ড গনিপুর গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজিম উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাজিম গনিপুর গ্রামের মনির মিয়ার বাড়ীর রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা নোয়াখালী রুটের হিমাচল পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নাজিমের চাচা সহিদ উদ্দিন সাংবাদিকদের জানান, বেশ কয়েকদিন যাবত গায়ে জ্বর নিয়ে নাজিম ঈদের কর্মস্থলে ফেরা মানুষদের পৌছানোর জন্য কর্মস্থল হিমাচল পরিবহনে কাজ করে। সে গতকাল ছুটিতে জ্বর নিয়ে বাড়ীতে এসে মাকে বলে তার শরীর ভীষন ব্যাথা ও গায়ে প্রচন্ড জ্বর , এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত স্থানীয় রাবেয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে তার পরিক্ষা-নিরিক্ষা করালে তার ডেঙ্গুর ভাইরাস ধরা পড়ে।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বেসরকারী ইউনিভার্সাল হাসপাতালে রাত ১১ টার দিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। রাত ৪.৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

রবিবার পরিবারের লোকজন তাকে তার গ্রামের বাড়ীতে নিয়ে এসে বিকলে তাকে পারবিারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা