নোয়াখালী প্রতিনিধি :“ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, পরিস্কার পরিচ্ছন্ন থাকুন” এ শ্লোগানে নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশে নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শনিবার দিনব্যাপী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আদনান হাসনাতের নেতৃত্বে জেলা শহরে এ কার্যক্রম চলে।
এসময় জেলা শহরের মাইজদী বাজার, মাস্টার পাড়া, মডার্ন হসপিটাল সংলগ্ন এলাকা ও মাইজদী শহরের বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো হয়। একইসাথে বিভিন্ন ডোবা ও নালায় জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান জানান, সামাজিক এবং রাজনৈতিকভাবে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছি এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply