নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী সদর হাসপাতালের সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র্যালি বের করা হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) উদ্যোগে বের হওয়া এ র্যালি হাসপাতাল সড়ক হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের সামনে এসে শেষ হয়। এ সময় পথচারি, দোকানপাঠ ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল, সিভিল সার্জন ডা. মো. মমিনুর রহমান, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমানসহ অনেকে। এছাড়া র্যালিতে ডাক্তার, নার্স, ইন্টার্ন চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply