নোয়াখালী প্রতিনিধি::
‘আগামী পরিবর্তন করতে আজই পদক্ষেপ নিন’ এ শ্লোগানে নোয়াখালীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, ডায়াবেটিক সচেতনতা মেলা, বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
নোয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আলমগীর হোসেন, নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহ সভাপতি শিল্পপতি সিরাজুল ইসলাম, অধ্যাপক কাজী মুহাম্মদ রফিক উল্লাহ ও অ্যাডভোকেট আবদুল কাদির।
এ উপলক্ষ্যে নোয়াখালী ডায়াবেটিক সমিতি ক্যাম্পাসে দিনব্যাপী ডায়াবেটিক সচেতনতা মেলা, বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
Leave a Reply