নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সোনাপুর ও চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে বিআরবি ও আরএফএল এর নকল কেবল বিক্রয় ও মুন সুপার স্টার এনার্জি লাইট তৈরির দায়ে ৪জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় এ পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আরএফএল কোম্পানীর নকল বিজলী ক্যাবল বিক্রয় ও মুন সুপার স্টার এনার্জি লাইট তৈরি ও প্যাকেটজাতকরণ করে বিক্রয়ের দায়ে আমান ইলেক্ট্রিকের সত্বাধিকারী আমান উল্লাহ (১৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৫১ ধারায় ৭ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়।
বিআরবি ব্রান্ডের নকল ক্যাবল মজুদ ও বিক্রয়ের দায়ে নোয়াখালী ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী মো: শামসুল আরেফিন (২৭), বিনিময় ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী মোশারেফ হোসেন (৩৮) ও আব্দুল্লাহ ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী মো: ইউসুফ দুলাল কে প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়।
এসময় মোবাইল কোর্ট চলাকালীন ৪টি প্রতিষ্ঠান থেকে দুটি ব্রান্ডের ৩০৯ কয়েল ক্যাবল জব্দ করে।
আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমামুল হাফিজ নাদিম। আদালত পরিচালনায় সহযোগিতা করেন র্যাব-১১ (লক্ষèীপুর) কোম্পানি কমান্ডার সালেহ আহমেদ (এএসপি) এবং বিজলী ক্যাবল ও বিআরবি ক্যাবল এর কর্মকর্তাগণ।
Leave a Reply