নবীন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করার অভিযোগ উঠেছে।
শনিবার ভোরে ইউনিয়নের কাশেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ভাংচুৃরের ঘটনায় জড়িত থাকায় সজিব (২৪) নামে এক যুবককে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুর জানান, শনিবার ভোরে কাশেম বাজার আমার নির্বাচনী অফিসে ঢুকে হামলা ভাংচুর করে। এই বিষয়টি আমি সুধারাম মডেল থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে ভাংচুরের ঘটনায় জড়িত সজিবকে আটক করে থানায় নিয়ে যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, নৌকা প্রতীকের অফিস ভাংচুর করার অভিযোগে সজিব নামে এক যুবককে আটক করা হয়েছে।
Leave a Reply