নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদী বাজার থেকে অটোরিক্সায় আসার পথে পকেট থেকে ১৯ হাজার ৫শ টাকা পকেটমার সন্দেহে এক অজ্ঞাত যুবক কে গণ পিটুনি দিয়ে রক্তাক্ত করে অর্ধমৃত অবস্থায় হাত পা ঁেবধে বিদ্যুতের খুঁটির সাথে বেধে রেখেছে টাকার মালিক ও সহযোগীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ।
টাকার মালিক মাইজদী বাজার অনন্তপুরের মাটির সর্দার লেদুর নেতৃত্বে বিক্ষুব্ধ লোকজন ভ্যান গাড়িতে করে অর্ধমৃত অবস্থায় ঐ যুবক কে নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড পেট্টোল পাম্প এর পাশে বিদ্যুৎ এর খুঁটির সাথে বেঁধে রাখে।
এ ঘটনায় অনন্তপুরের মাটি সর্দার লেদু ও তার ভাই জানান, মাইজদী বাজার থেকে অটোরিক্সা করে শহরে আসার পথে তার পকেটে থাকা ১৯হাজার ৫শ টাকা ঐ যুবক ছিনতাই করে পালিয়ে আসে। পরে তাকে মাইজদী মোহম্মদীয়া হোটেলের পাশে আটক করে গনপিটুনি দেওয়া হয়েছে। এ দিকে শহরে বেশ কয়েক মাস থেকে ছিনতাই চুরি অহরহ ঘটছে বলে অভিযোগ করেন অনেকে।
মানবাধিকার কর্মী জেলা জজ কোর্টের আইনজীবী কল্পনা রানী দাস জানান, কেউ অপরাধ করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়া উচিৎ । কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ মানবাধিকার লঙ্গন করতে পারেনা।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: আজিম জানান, ভর্তিকৃত যুবকের অবস্থা আশংকাজনক। বাঁচার অবস্থা খুবই ক্ষীণ।
Leave a Reply