নবীন, নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ ও সামাজিক দূরত্ব তৈরির লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ওইমার্জেন্সি সার্ভিস ব্যতীত দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা অমান্য করায় মাইজদী থেকে সোনাপুর এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট ।দন্ডবিধি ১৮৬০ এর ২৭১ধারা লঙ্গনের দায়ে মাইজদী বাস স্ট্যান্ডের রয়েল বেঙ্গল এজেন্সি কে ১০ হাজার টাকা, মাইজদী বাজারের নোয়াখালী ডোর কে ৩হাজার টাকা, মাইজদী পুরাতন বাসস্ট্যান্ডের আলম হার্ডওয়ার কে ৫ হাজার টাকা, দত্তবাড়ির সোনালী ট্রেডার্স কে ৫হাজার টাকা ও সোনাপুর কবিরহাট
রোডের হক এন্ড ব্রাদার্স কে ৮ হাজার টাকা সহ সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা দন্ড আরোপ ও আদায় করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী সুধারাম মডেল থানা পুলিশ । মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান খান । জেলা প্রশাসক তন্ময় দাস এর তাৎক্ষণিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply