নোয়াখালী থেকে নবীন::নোয়াখালী সদর উপজেলার নুরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক স্কুলে ‘পিঠা উৎসব ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তৃতা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এম সালাউদ্দিন। বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় শতাধিক স্টলে পিঠা নিয়ে বসেছে অভিবাবক ও শিক্ষার্থীরা। স্টলগুলোতে নারিকেলের পুলি, ডিমের ফুল,পান্তুয়া ক্ষীর মিক্স, খিলি, ভাপা, পাটিসাপটা, জামাই পিঠাসহ বাহারি নাম ও ডিজাইনের পসরা সাজানো হয়েছে। নোবিপ্রবির উপাচার্য প্রতিটি স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণির জিপিএ -৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন উপচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. গাজী মো. মহসিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন, নুরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাকিম, নোয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুল ইসলাম, বিভিন্ন শিক্ষক, অভিবাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply