নবীন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ির শামছুল হুদা নামে এক প্রবাসীকে পঞ্চগড়ে মিথ্যা ও হয়রানিমূলক মানব পাচার মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
সোনাইমুড়ীর বারকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, দীর্ঘ ২৫ বছর সৌদিতে প্রবাস জীবন কাটিয়ে জানুয়ারিতে দেশে আসলে তার বিরোদ্ধে মানব পাচার আইনে মামলার বিষয়ে অবগত হন।
অচেনা বাদীর তথ্যে পেশা ও বয়স ভুল থাকায় তিনি এ হয়রানীমূলক মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে হয়রানীকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Leave a Reply