নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের চলমান বিশেষ লকডাউন বাড়লো আরও ৭ দিন। চতুর্থ দফায় বাড়া এ বিশেষ লকডাউনের আওতায় আনা হয়েছে চৌমুহনী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়নও। লকডাউন চলবে আগামী ২ জুলাই রাত ১২টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি এ সিদ্ধান্ত নেয়। লকডাউনকৃত এলাকাগুলোতে ওষুধ ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচা বাজার খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। লকডাউনের আওতামুক্ত থাকবে জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট সেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর কাজে ব্যবহৃত পরিবহন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন প্রথম দফায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যহত থাকায় দ্বিতীয় দফায় গত ১২ জুন আরও ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করে ওই কমিটি। সংক্রমণ না কমায় গত তৃতীয় দফায় গত বৃহস্পতিবার বিকেলে কমিটির জরুরি বৈঠকে আগামী ২৫ জুন পর্যন্ত চলমান লকডাউন বাড়ানো হয়। যা শেষ হবে আগামীকাল শুক্রবার রাত ১২টায়। শনিবার থেকে শুরু হবে চতুর্থ দফার লকডাউন।
Leave a Reply