নোয়াখালী প্রতিনিধি ;নোয়াখালীর সদর উপজেলায় পশ্চিম মাইজদী গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই মো. নিজামের দা’এর কোপে বড় ভাই মাহে আলম (৪৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত মাহে আলম পশ্চিম মাইজদী এলাকার আনু মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে সোমবার বিকালে নিজেদের বাড়ীতে বাকবির্তকে জড়িয়ে পড়ে নাইট গার্ড মো. নিজাম ও তার বড় ভাই অটোরিকশা চালক মাহে আলম। এর এক পর্যায়ে ছোট ভাই নিজাম উত্তেজিত হয়ে একটি ধারালো দা দিয়ে মাহে আলমকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে, পরে ফেনী ও রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে মাহে আলম খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply