নবীন,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, নোয়াখালী প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর।
এছাড়াও একে একে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন ।
রাত বারোটা এক মিনিটে সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খাঁন এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, যুবদল ও ছাত্রদলসহ নানা শ্রেণী পেশার মানুষের ভালবাসায় সিক্ত হতে থাকেন শহীদরা। ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার।
Leave a Reply