নোয়াখালী প্রতিনিধি : –আশ্রয়হীন পরিবারকে পুর্নবাসন প্রকল্পেল আওতায় নোয়াখালীতে ১ম দাপে ১৫০ টি পরিবারকে ভিডিও কনফারেন্সে ভূমিহীনদের গৃহ প্রদানের উদ্বোধন করলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রতিশ্রুতির অংশ হিসেবে এ ঘর প্রস্তুত করা হচ্ছে।
শনিবার নোয়াখালী সদর উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সামছুউদ্দিন জেহান,উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান উপমাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন থেকে জানা যায়, প্রথম দফায় ১৫০টি ঘর হস্তান্তর করা হয়।একই সাথে হাতিয়ার মন্নান নগরে ৯৪৫ পরিবারের জন্য নির্মিত একটি বড় আশ্রয়ণ প্রকল্পও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশিষ্ট আরো ৭০৫টি ঘর আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর আগেই হস্তান্তর করা হবে।
Leave a Reply