নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভিমরুলের কামড়ে শ্রাবণ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ও নানাসহ আরো দুইজন আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে শ্রাবনকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশু শ্রাবণ কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কিন্টারগার্ডেনের প্রথম শ্রেণির ছাত্র ছিলো।
নিহতের বাবা জানান, শুক্রবার একই উপজেলার ফরাজিরহাট এলাকায় নানার বাড়িতে বেড়াতে যান তার দুই ছেলে ও স্ত্রী। শনিবার বিকালে নানার সঙ্গে নৌকায় ঘুরতে যান তারা দুই ভাই। এ সময় ভিমরুল তাদের সকলকে কামড়াতে থাকে। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে রাতে ৮টার দিকে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু শ্রাবণ রাত ১১টার দিকে মারা যায়।
কবিরহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাসান ভিমরুল কামড়ে এক শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply