নবীন, নোয়াখালী প্রতিনিধি : বেড়িবাঁধ নির্মাণের ক্ষতিপূরণ ও ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবীতে মাননববন্ধন করেছে নোয়াখালীর হাতিয়ার ভূমিহীন নারী-পুরুষ। আজ সোমবার নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে হাতিয়ার চানন্দী ইউনিয়নের কয়েক শত নারী পুরুষ অংশ গ্রহণ করেন। তারা জানান, ২০১৭ সালের দিকে নলেরচর, কেয়ারিং চর ও চরনঙ্গলিয়ায় ভূমিহীনদের উচ্ছেদ করে একটি বেড়িবাঁধ করে সিডিএসপি। কথা ছিল পার্শ্ববর্তী মৌজার মূল্য অনুপাতে তিনগুণ বেশি দাম দেয়া হবে। কিন্তু দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও সিডিএসপি কোনো ক্ষতিপূরণ দেয়নি।
ভূমিহীনরা আরো বলেন, একদিকে নদী ভাঙনের শিকার হয়ে তারা বাস্তচ্যুত্ত হচ্ছে। অপর দিকে তাদের মালিকানাধীন জমির উপর দিয়ে বেড়িবাধ করে পুনরায় তাদেরকে বাস্তুচ্যুত করা হয়েছে। তারা জমির ক্ষতিপূরণ ও দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবী জানান।
Leave a Reply