নোয়াখালী প্রতিনিধি ঃনোয়াখালী সদর উপজেলা পরিষদের উদ্যোগে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নোয়াখালী-৪ আসানের সাংসদ একরামুল করিম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিংসহ সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেক কে স্বস্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার ও প্রশাসন সব ধরনের সহযোগীতা দেবে।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সর্দার, উপজেলা ভাইচ চেয়ারম্যান নাজমুল আলম সিদ্দিকি রাজুসহ অনেকে।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, মসজিদের ঈমাম, শিক্ষক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply