নোয়াখালী প্রতিনিধি:জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ পুর্তি উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসন ‘‘মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’’ শীর্ষক এক সেমিনার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী ডাঃ মাহে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের উর্ধতন কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
আগামী ২০২০ সালে ১৭ই মার্চ থেকে বৎসর ব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শের উপর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
Leave a Reply