নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীতে চলছে কঠোর লকডাউন। প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১২ জুন (শনিবার) থেকে ১৮ জুন (শুক্রবার) পর্যন্ত নোয়াখালীতে অভিযান পরিচালনা করে ১০৮টি মামলায় ১ লাখ ৩৮ হাজার ৩৪০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের তত্ত্বাবধানে করোনারোধে ১২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত নোয়াখালীতে অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আটটি টিম অভিযান চালিয়ে ১০৮ মামলায় ১ লাখ ৩৮ হাজার ২৪০ টাকা জরিমানা আদায় করেন।
এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ জুন থেকে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে লকডাউন অব্যাহত আছে।
Leave a Reply