নোয়াখালী প্রতিনিধি::করোনা দুর্যোগ সময়ে গত কয়েক মাস বন্ধ নোয়াখালীর জেলার কিন্ডারগার্টেনগুলো।এতে এসব কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। এমন অবস্থায় কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের আর্থিক অনুদান ও সহজশর্তে ব্যাংক ঋণ সুবিধার দাবী জানিয়েছে তারা।
নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার আয়োজিত এক মানববন্ধন-সমাবেশে এ দাবী জানানো হয়। এ সময় বক্তারা সরকারিভাবে আর্থিক সহায়তা ও সহজশর্তে ব্যাংক ঋণ প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আধাঘন্টা ব্যাপী চলমান এ মানববন্ধন-সমাবেশে জেলার বিভিন্ন স্থানের শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও প্রতিষ্ঠাতারা অংশগ্রহণ করেন।
Leave a Reply