নুরুন্নবী নবীন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বসুরহাটে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক সংসদ সদস্য আবু নাছের ছৌধুরীর বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা আওয়ামিলীগের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নির্দেশে এ সন্ত্রাসী হামলা হয়। হামলায় নারীসহ ৬জন মারাত্মক আহত হয়। হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।
Leave a Reply