নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজি আটোরিকসার আঘাতে আবু তাহের (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার উপজেলার রাব্বানীয়া মাদ্রাসার দক্ষিণ পাশে এ দু’ঘটনাটি ঘটে।
নিহত আবু তাহের ওই উপজেলার চরআমানউল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন সড়ক দু’ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার রাব্বানীয়া মাদ্রাসার দক্ষিণ পাশে পথচারী আবু তাহের রাস্তা পারাপার হওয়ার সময় পিছন দিকে থেকে ছুটে আসা সিএনজি আটোরিকাসা তাকে আঘাতে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় বিকাল ৪টার দিকে আবু তাহের এর মৃত্যু হয়।
Leave a Reply