নবীন, নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালী পৌরসভার মাইজদী বাজার সড়কে রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় ছিটকে পড়ে রুমা আক্তার (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০মার্চ) দুপুর ১টার দিকে ওই সড়কের আমেরিকান স্পেশালিষ্ট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রুমা আক্তার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের মৃত শফি উল্যার স্ত্রী।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, রুমা আক্তার দুপুরে আমেরিকান স্পেশালিষ্ট হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় চৌমুহনী থেকে আসা সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে রুমা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত করতে অনাগ্রহ প্রকাশ করায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply