নোয়াখালী থেকে নবীন::লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে নোয়াখালী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার সবগুলো কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রিড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এসব ক্রিড়া ও সাংস্কৃতিক সামগ্রী হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: মুহীদ্দীন।
Leave a Reply