নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ট্রাকের উপরের বিদ্যুতের তার সরাতে গিয়ে তারে জড়িয়ে আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনায় ট্রাক চালক অজ্ঞাত (৩২) আহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী সরকারি মহিলা কলেজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেনের বাড়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি পেশায় একজন ফার্ণিচার ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রাক যোগে ফার্ণিচার নিয়ে আসছিলেন আনোয়ার। পথে মহিলা কলেজ এলাকায় সড়কের উপরে থাকা বিদ্যুতের তার ট্রাকের সাথে লাগবে দেখে তা হাত দিয়ে সরানোর চেষ্টা করে আনোয়ার। এসময় বিদ্যুতের তার আনোয়ারের গলায় পেঁছিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply