নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক অভিযান চলছে। মঙ্গলবার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে সকাল থেকে জেলা শহর মাইজদী কোর্ট সহ নয়টি উপজেলায় একযোগে এ অভিযান চলার কথা থাকলে ও দু-একটি উপজেলা ছাড়া বাকী গুলোতে অভিযান চলছে না বলে জানা গেছে।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর এম সাখাওয়াত হোসেন জানান, পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সকল ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে ও ফুটপাত দখল মুক্ত করার জন্য এ ট্রাফিক অভিযান। আগামী ২৮ জানুয়ারী পর্যন্ত এ অভিযান চলবে। অভিযানের প্রথম দিনে দুপুর পর্যন্ত জেলা শহরে ৩১ টি মামলা দেয়া হয়েছে।
Leave a Reply