নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালী জেলা শহরের দত্তেরহাট এলাকায় সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ১২জন আহত হয়েছে।যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা জানান, কুমিল্লাগামী একটি বাসকে অতিক্রম করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরিত থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুটিতে থাকা নারী ও শিশুসহ ১২জন আহত হয়েছে। এর মধ্যে শিশুসহ ৪জনের অবস্থা গুরুতর।
সুধারাম মডেল থানার ওসি নবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনা এলাকার স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
Leave a Reply