নবীন,নোয়াখালী প্রতিনিধি– নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৮জন মাঝিমালারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিহত মাইন উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. নুরুর ছেলে।
উপজেলা বুড়িরচর ইউনিয়নের ধানারদোল ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্ররলাটি মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যায়। পরে বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়া থাকায় ট্রলারটি ঘাটে ফিরে আসার পথে ডুবে গেলে ট্রলারের ইঞ্জিন রুমে আটকা পড়ে এক জেলের মৃত্যু হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply