নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালী জেলা ও শহর সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ও পরিচালনায় হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আইয়ুব খান এর সভাপতিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা সমাজসেবা সহকারী পরিচালক বেলাল হোসেন।
ড্রেস মেকিং এন্ড টেইলারিং বিষয়ের প্রশিক্ষনে ১ম ধাপে হিজড়া জনগোষ্ঠিত ৪২ জনকে আগামী ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষন দেয়া হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার হিজড়া জনগোষ্ঠিকে প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চায়।
Leave a Reply