নবীন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে অভিযান চালিয়ে ১২জন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে নগদ ১লাখ ৪২হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতেপ্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে কারগারে প্রেরণ করেন। এর আগে বুধবার রাতে চরজব্বর ইউনিয়নের ভূঁয়ারহাট বাজার থেকে মোঃ মজনু,জাহাঙ্গীর আলম, মোঃ হারুনুর রশীদ, মোঃ মোস্তফা, মোসলেহ উদ্দিন, জাকির হোসেন, মোঃ ফজলু, সবুজ,সমীর,নুর মোহাম্মদ,হারুন ও মোঃ শাহাজাহান সহ ১২ জনকে নগদগ টাকা সহ জেলা গোয়েন্দা পুলিশ গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। আটককৃতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান এটা এক ধরনের ক্যাসিনো দীর্ঘদিন থেকে তারা জুয়া খেলা সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে নিরীহ মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন
নোয়াখালী ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঁয়ারহাট বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ১২জুয়াড়িকে আটক করা হয়েছে।
Leave a Reply