নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২হাজার পিস ইয়াবা উদ্ধার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। রোববার ভোরে ১১নং পুল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, কক্সবাজার সদর উপজেলার ন্যায়গোনা ঈদগাহ্ এলাকার মুক্তার আহমদের ছেলে হামিদুল হক (৩২) ও রামু উপজেলার আজগর কোদালিয়া এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে আজিজ করিম (৩৩)। পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১১নং পুল এলাকায় পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। রামগঞ্জগামী একটি মাইক্রোবাসের গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। এসময় ওই মাইক্রোবাস থেকে ১২হাজার পিস ইয়াবাসহ হামিদুল হক ও আজিজ করিমকে আটক এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply