নবীন,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদেরের মির্জার সাম্প্রতিক সময়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আজ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা সংবাদ সম্মেলনে নোয়াখালী শহর আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদদু পিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আবু নাসের,জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান, সাধারন সম্পাদক আবুল হাসনাত আদনান, যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্র, যুগ্ন আহবায়ক একরামুল হক বিপ্লব, বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ বলেন সাম্প্রতিক সময়ে মন্ত্রী ও এমপিসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদেরে মির্জা মিথ্যা, অশোভনীয় আচরনসহ বিভিন্ন মন্তব্য করে দলের মধ্যে অস্থিরতা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। নেতৃবৃন্দ এসব আচরনের কারনে তাকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আবেদন করেন। জনাকীর্ন সাংবাদিক সম্মেলনে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply