নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাচন স্থগিত

নোয়াখালী প্রতিনিধি ::পঞ্চম দফায় আগামী ৩১মার্চ নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন থেকে এই সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।

তিনি বলেন, নির্বাচনে ভোটগ্রহণকে ঘিরে আইন শৃঙ্খলার অবনতির আশংকায় কমিশন থেকে কবিরহাট উপজেলা নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৩১ মার্চ নোয়াখালীর কবিরহাট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। প্রার্র্র্র্থীরা ছিলেন আওয়ামী লীগের কামরুন নাহার, ‘বিদ্রোহী’ জেলা আওয়ামী লীগের সদস্য মো. আলা বক্স ও স্বতন্ত্র খাদেমা আক্তার, ভাইস-চেয়ারম্যান পদে তিন প্রতিদ্বন্ধি প্রার্থী হলেন, মো. মানজুর হোসেন, মো. নুরুল আলম ভূঁইয়া, মো. নজরুল ইসলাম এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে তিন প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন, শাহানা আক্তার, বিবি জয়নব ও ফরিদা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা