নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত তিন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো.আনোয়ার হোসেনের কাছে চেয়ারম্যান পদে মো.সাহাব উদ্দিন এর পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। এ সময় আরো মনোনয়ন পত্র দাখিল করেছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আজম পাশা চৌধুরী রুমেল ও উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আনজুমান পারভিন রুনু’র পক্ষে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান,সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, পৌরসভা আ’লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, চরকাঁকড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু প্রমূখ।
Leave a Reply