নবীন, নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার হরতালের ডাকে শনিবার সকাল ৭টা থেকে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করছেন। এ সময় আব্দুল কাদের মির্জা সমর্থকদের নিয়ে থানার সামনে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এদিকে শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন আব্দুল কাদের মির্জা। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলও সংবাদ সম্মেলন ডেকেছেন সকাল ১১টায়। দুগ্রুপের সমর্থকরা মুখোমুখি অবস্থান করছেন। যেকোনো মুহূর্তে বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও র্যাবের টহল চলছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply