নবীন, নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।
আটককৃত, মিজানুর রহমান বাদল কোম্পানীগঞ্জ উপজেলার আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিল।
বৃস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে।
নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন মিজানুর রহমান বাদলকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আগামীকাল কোর্টে উঠানো হবে তখন জানতে পারবেন কোন কোন মামলায় আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, বসুরহাট পৌরসভার সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
Leave a Reply