নবীন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ঢুকতে না দেওয়া এবং মন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা সাজানো নাটক বলে অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রশিদ মঞ্জুর বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারা আরো দাবী করেন শুক্রবার রাতে মন্ত্রীর বাড়ীতে ককটেল হামলা ও ৩টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনাটি সর্ম্পূর্ন রুপে নাটক বলে দাবী করেছেন বক্তারা।
তারা আরো বলেন গতকাল রাতে মন্ত্রীর বাড়ীতে তারা নিজেরা ককটেল রেখে পুলিশ দিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতারের চেষ্টা করছে।
তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
Leave a Reply