নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে অভিযান চালিয়ে সামছু উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় তার কাছ থেকে তিনটি একনলা বন্দুক ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) রাতে চরএলাহী ক্লোজার ঘাট থেকে আটকের পর শুক্রবার (২৫ জুন) সকালে তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত সামছু উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৭-এর একটি দল চরএলাহী ক্লোজার ঘাটে অভিযান চালায়। এ সময় তিনটি বন্দুক ও গুলিসহ সন্ত্রাসী সামছু উদ্দিনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসী সামছুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply