নোয়াখালী থেকে নবীন:নোয়াখালীর চাটখিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের যোগদান করেছে। বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।যোগদানকারীদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন বকসী, পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান শাহ্ নেওয়াজ বকসী সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন।
এইচ এম ইব্রাহিমের নিজ বাড়িতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে যোগদান অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের ও ইউপি চেয়ারম্যান বাকের আলম মুন্সি প্রমুখ।
এ সময় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, “আময়ামীলীগের রাজনীতি হচ্ছে উন্নয়ন অগ্রগতির রাজনীতি।দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
Leave a Reply