নবীন,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কেফায়েত উল্লা হাসান(১৮)কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের হেদায়েত উল্লার ছেলে। রোববার রাতে নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, নিহত হাসানের পিঠের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ জানান, ওই যুবককে রাত ৮টার দিকে তার ১০ সহপাঠী রক্তাক্ত অবস্থায় নোয়াখালী হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সহপাঠীরা কৃষি ইনিস্টিটিউটের মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করে বলে তথ্য দিলেও পুরো ঘটনা খতিতে দেখা হচ্ছে। পূর্ব বিরোধের জেরে কেউ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশের ধারণা।
এ ঘটনায় হাসপাতাল থেকে হাসানের ১০ সহপাঠীকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply