নবীন,নোয়াখালী প্রতিনিধি ::
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর হাজ্বিপুর এলাকায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল্লাহ আল নোমান হৃদয় নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর এলকার আকাশ মিয়ার পুকুরে হৃদয় গোসল করার সময় তুচ্চ বিষয় নিয়ে একই এলাকার জাহাঙ্গীরের ছেলে বেলালের সাথে কথা কাটাকাটি জের ধরে সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসী হৃদয়কে হামলা করে ধারালো ছুরি দিয়ে হৃদয়ের পেটে কয়েকটি আঘাত করলে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধূরী জানান, ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে এবং এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply