নবীন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগমগঞ্জে উপজেলায় ইউনিয়ন কমিটি পূনঃগঠনের লক্ষ্যে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেন, ত্যাগী নেতা-কর্মীদের মূল্যয়ন করতে হবে, তা হলে দল আরো শক্তিশালী হবে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়ন যুগ্ম-আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস’র সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজুল হক আবেদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডঃ আবদুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান দীপু, যুগ্ম-আহ্বায়ক মীর জুমলা মিঠু সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।
Leave a Reply