নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগের বসন্তপুর গ্রামে ৯বছর বয়সের ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। এ অভিযোগে রাজন(২৫) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজন উপজেলার বসন্তপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। শনিবার রাত ৯টায় ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসা দেওয়ার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিম অসুস্থতা বোধ করায় স্কুল থেকে ছুটি নিয়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে সিএনজি অটোরিক্সা চালক রাজন তাকে বাড়ী পৌঁছে দেওয়ার কথা বলে ছাতারপাইয়া বাজারে একটি গ্যারেজের ভিতর নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ভিকটিমের শোর চিৎকার শুনে ছাতারপাইয়া বাজারের লোকজন ধর্ষককে আটক করে তাকে সেনবাগ থানায় নিয়ে যাওয়ার পথে রাজনের দুই বন্ধু আলমগীর ও নিজাম জনতার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা করে।
অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোঃ শাহজাহান শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত রাজসকে গ্রেফতার করা হয়েছে ।
Leave a Reply