নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলমকে পিআরএল (পোস্ট রিটায়ারমেন্ট লিভ) জনিত কারণে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
সুধারাম থানাধীন সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রফিকুল ইসলামকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বুধবার (১৬ জুন) দুপুর ১ টায় নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, নোয়াখালীর দশম থানা হিসেবে গত ১৯ জানুয়ারি (রোববার) দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এটির উদ্বোধন করেন। হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ছয়টি মৌজা নিয়ে এই থানা গঠিত হয়।
মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচর। এর দৈর্ঘ্য প্রায় ৯ ও প্রস্থ ৬ কিলোমিটার। আয়তন প্রায় ৬৫ বর্গ কিলোমিটার। হাতিয়া উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিমি. পূর্বে ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা থেকে ৫ কিমি. পূর্বে অবস্থিত।
Leave a Reply